।। জনস্বার্থে প্রচার করুন।।
#প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন
রায়পুর উপজেলার প্রতিবন্ধী পরিচয়পত্র ( সূবর্ণ নাগরিক) কার্ডধারী ব্যক্তিদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২২-২৩ অর্থবছরে নতুন প্রতিবন্ধী ভাতা গ্রহণে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের অনলাইনে আবেদনের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যারা ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়, রায়পুর হতে প্রতিবন্ধী পরিচয়পত্র ( সূবর্ণ নাগরিক) কার্ড করেছেন বা পেয়েছেন কিন্তু এখনো ভাতার আওতায় আসেননি শুধু তারাই অনলাইনে ভাতার আবেদন করতে পারবেন।
#অনলাইন আবেদন লিংকঃ
mis.bhata.gov.bd/onlineApplication
#আবেদনের সময়সীমাঃ
আগামী ১০ আগস্ট ২০২২ হতে ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
#দেশের যে কোনো ডিজিটাল সেন্টার অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ভাতার আবেদন করতে পারবেন।
#বর্তমানে যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, অনলাইন আবেদন ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।
#আবেদনের জন্য নিম্নোক্ত বিষয়াদির প্রয়োজন হবেঃ
১. জাতীয় পরিচয়পত্র/১৮ বছরের নিচের ব্যক্তিদের ডিজিটাল জন্ম নিবন্ধন;
২. প্রতিবন্ধী শনাক্তকরণ পরিচয়পত্র (সূবর্ণ নাগরিক) কার্ড;
৩. নিজ/অভিভাবকের নামে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার
৪. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ।
#আবেদন পরবর্তী করণীয়ঃ
১. অনলাইন আবেদনের কপি (১ কপি);
২. জাতীয় পরিচয়পত্র/১৮ বছরের নিচের ব্যক্তিদের ডিজিটাল জন্ম নিবন্ধন (২ কপি);
৩. প্রতিবন্ধী পরিচয়পত্র/সূবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি (২ কপি);
৪. পাসপোর্ট সাইজ ছবি (২কপি);
৫. নাগরিকত্ব সনদের ফটোকপি (১ কপি)।
উল্লিখিত কাগজপত্রসমূহ সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS