Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. পল্লী সমাজসেবা কার্যক্রমঃ পল্লী অঞ্চলে দারিদ্রসীমার নীচে বসবাসকারী লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানসহ আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা হয়। যা সংশ্লিষ্ট গ্রাম, ওয়ার্ড, ইউনিয় পরিষদ ও উপজেলা পরিষদের চুড়ান্ত অনুমোদনক্রমে প্রদান করা হয়।

২. প্রশিক্ষণ কর্মসূচীঃ লক্ষ্যভূষ্ট জনগোষ্ঠীকে সেলাই, উলবুননসহ  অন্যান্য প্রশিক্ষন কার্যক্রম চালুকরা হয়। যা প্রকল্প গ্রাম সমুহে চালু রয়েছে।

৩. নিবন্ধন কার্যক্রমঃ পল্লী এলাকার বেকার যুব জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নে অংশীদারীসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করার নিমিত্তে ক্লাব সংস্থা,সমিতি গঠন সহ নিবন্ধীকরন করা হয় এবং এককালীন সরকারী অনুদান প্রদান করা হয়।

৪. ভাতা প্রদান কার্যক্রমঃ পল্লী অঞ্চলে বসবাসকারী দরিদ্র বয়স্ক, বিধবা স্বামী পরিত্যাক্তা দু:স্থ মহিলাগনকে, অসচ্ছল প্রতিবন্ধী, শিক্ষা উপ বৃত্তি ,অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদানের পুর্বে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ কর্তৃক সুবিধাভোগী নির্বাচন পূর্বক উপজেলা পরিষদের উপজেলা কমিটির নিকট তালিকা প্রেরণ পূর্বক চূড়ান্তভাবে অনুমোদিত হয়।